আর্কাইভ  বুধবার ● ১২ মার্চ ২০২৫ ● ২৮ ফাল্গুন ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ১২ মার্চ ২০২৫

চবি ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয়রা

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ০২:৪২

নিউজ ডেস্ক:  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরের চকবাজার থানার গোলপাহাড় এলাকায় ওই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করছে পুলিশ।

গ্রেপ্তার ছাত্রলীগ নেত্রীর নাম শামীমা সীমা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির বলেন, বিক্ষুব্ধ জনতা নিষিদ্ধ ঘোষিত চবি শাখা ছাত্রলীগের এক নেত্রীকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।

প্রসঙ্গত, শামীমা সীমা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নারীদের গ্রুপ ‘সংগ্রাম’–এর নেতৃত্ব দিতেন। আওয়ামী লীগের সময় বিশ্ববিদ্যালয়ে তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে চাকরিও নেন। ৫ আগস্টের পর আর যাননি চাকরিতে।

মন্তব্য করুন


Link copied