নীলফামারীর নতুন পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান
নীলফামারীর নতুন পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান
বুধবার, ৫ মার্চ ২০২৫, রাত ১২:০০
স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে রাজশাহী মহানগর পুলিশের সদ্য ডিসি পদে পদোন্নতি প্রাপ্ত আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খান ওরফে এ.এফ.এম তারিক হোসেন খানকে। মঙ্গলবার (৪ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া একই প্রজ্ঞাপনে ৩ অতিরিক্ত মহাপরিদর্শকসহ ৭ ডিআইজি ও ৮ পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এছাড়া একই প্রজ্ঞাপনে নীলফামারী জেলার সাবেক পুলিশ সুপার বর্তমানে পুলিশ সদর দপ্তরে রিপোর্টকৃত মোহাম্মদ মোর্শেদ আলমকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। জানা গেছে, এ. এফ. এম তারিক হোসেন খান বিসিএস (পুলিশ) ২৪তম ব্যাচে যোগদান করেন। তিনি ফরিদপুরের বাসিন্দা। তিনি অ্যাডিশনাল এসপি হিসেবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও ঢাকা উপ-পুলিশ কমিশনার মিরপুর ট্রাফিক পুলিশেও কাজ করেছেন। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন(ডিএমপি) অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ পুলিশ উপ-পুলিশ কমিশনার (অপারেশনস্) হিসেবে দায়িত্ব পালন করছেন তারিক।