মমিনুল ইসলাম রিপন: ডেভিল হান্ট অপারেশনে রংপুর মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম রিংকুকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে নগরীর বাসটার্মিনাল এলাকা থেকে শুক্রবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়েছে।
শনিবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
ওসি জানান, গ্রেফতার নুরে আলম রিংকুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে দেখা গেছে এবং ৫ আগস্ট পরবর্তি গ্রেফতার এড়াতে গা ঢাকা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। রিংকুকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন পরবর্তি হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।