নিউজ ডেস্ক: শিশু ধর্ষণের বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে এ দাবি জানানো হয়।
শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
জানা গেছে, দেশে নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিলে অংশ নেন। ক্যাম্পাসের প্যারিস রোডে একত্রিত হয়ে এক ঘণ্টা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা তাসনিম বলেন, নারী আজ চরম অনিরাপদ। ধর্ষকের হাত থেকে শিশু পর্যন্ত রক্ষা পাচ্ছে না। শিশু আছিয়া পরিবারে ধর্ষিত হয়ে মৃত্যু সজ্জায়। অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে এটা মেনে নেয়া যায় না। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে নারী প্রতি সহিংসতার প্রতিবাদ জানিয়েছে শিক্ষক নেটওয়ার্ক। এতে সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত ও ধর্ষক-নিপীড়দের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
শিক্ষকরা বলেন, সমাজে নারী বিভিন্নভাবে সহিংসতার শিকার হচ্ছে। শিশু আছিয়া পরিবারেই ধর্ষিত হয়েছে। পথে-ঘাটে নারী নিপীড়নের শিকার হচ্ছে। তাহলে রাষ্ট্রে নারীর নিরাপত্তা কোথায়? নারী পোশাক ও চলাফেরা নিয়ে প্রশ্ন তুলে নিপীড়ন করা হয়। অথচ এই জুলাই অভ্যুত্থানে নারীরা পুরুষের ঢাল হয়ে ছিল। তখন তো পোশাক বা চলাফেরা নিয়ে প্রশ্ন ওঠেনি। তখন আন্দোলনকারী অনেক নারী নিপীড়নের শিকার হয়েছে। শিক্ষার্থীদের ধর্ষক, নিপীড়ক ও নারীর প্রতি সহিংসতাকারীদের বিরুদ্ধে সর্বদা সরব থাকার আহ্বান জানান শিক্ষকরা।
আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েকশ' শিক্ষার্থী উপস্থিত ছিলেন।