আর্কাইভ  বুধবার ● ১২ মার্চ ২০২৫ ● ২৮ ফাল্গুন ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ১২ মার্চ ২০২৫

শহীদ সেলিমের কন্যা সন্তানের আশা পূরণ হলো ঠিকই, তবে দেখতে পারলেন না

রবিবার, ৯ মার্চ ২০২৫, দুপুর ০৪:২৭

নিউজ ডেস্ক: শনিবার (৮ মার্চ)সন্ধ্যা ৭টায় ঝালকাঠি শহরের একটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেন শহীদ সেলিমের স্ত্রী সুমি আক্তার।

 
পরিবারের সদস্যরা জানান, সেলিমের চাওয়া ছিলো তার যেন প্রথম কন্যা সন্তান হয়। অপরদিকে সেলিমের ডাক নাম রমজান। তাই বাবার চাওয়া এবং রমজান মাসে জন্ম নেয়ায় এ শিশুটির নাম রাখা হয়েছে ছিদরাতুল মোনতাহার রোজা। আর এই রোজার মুখ দেখেই সবাই যেন আজ শহীদ সেলিমকে খুঁজে বেড়াচ্ছেন। তবে বাবার অবর্তমানে এই শিশুর ভবিষ্যৎ নিয়ে দুঃচিন্তায় মা সুমী আক্তার। তিনি সরকারের কাছে সহযোগিতা কামনা করেন।

রোববার (৯ মার্চ) দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমা ও পুলিশ সুপার উজ্জল কুমার রায়সহ প্রশাসনের কর্মকর্তারা ক্লিনিকে যান শহীদের এ নবাগত সন্তানকে দেখতে। ফুল-মিষ্টি উপহার দেয়ার পাশাপশি স্থানীয় প্রশাসন শিশুসহ শহীদ পরিবারকে অব্যহত ভাবে সহযোগিতা করার আশ্বাস দেন।
 
ঝালকাঠির নলছিটি উপজেলার সেলিম তালুকদার ঢাকার বিজিএমইএ বিশ্ববিদ্যালয় অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর ১৮১ ব্যাচে অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড মার্চেন্ডাউজিং বিভাগ থেকে অনার্স পাস করেন। ভর্তির অপেক্ষায় ছিলেন মাস্টার্সে। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জ মাল্টিফ্যাবস লিমিটেড কোম্পানিতে ম্যানেজমেন্ট ট্রেইনার পদে চাকরি করতেন। মা ও স্ত্রীকে নিয়ে থাকতেন ঢাকার বাড্ডার লিংক রোড এলাকায়।
 
গত বছরের ১৮ জুলাই আন্দোলনে অংশ নিয়ে ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন সেলিম। পরে ৩১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তখন স্ত্রী সুমী আক্তার ছিলেন অন্তঃসত্ত্বা।

ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিকপুর গ্রামের মো. সুলতান তালুকদারের সন্তান সেলিম তালুকদার ছিলেন মা-বাবার একমাত্র ছেলে।

মন্তব্য করুন


Link copied