আর্কাইভ  মঙ্গলবার ● ১১ মার্চ ২০২৫ ● ২৭ ফাল্গুন ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১১ মার্চ ২০২৫

এমপির বাড়ি দখল করা সেই নারী সমন্বয়ক ৪ দিনের রিমান্ডে

সোমবার, ১০ মার্চ ২০২৫, বিকাল ০৭:০৬

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের সাবেক এমপির বাড়ি ভাঙচুর, লুটপাট, দখল ও ১০ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার এক নারী ‘সমন্বয়ক’কে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

সোমবার ( ১০ মার্চ ) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোলাম মাহবুব খান এ রিমান্ড মঞ্জুর করেন বলে জানান টাঙ্গাইল আদালতের পরিদর্শক লুৎফর রহমান।

এর আগে সকালে সাত দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ আসামিকে আদালত পাঠায়।

রিমান্ডে পাওয়া মারিয়াম মোকাদ্দেস মিষ্টি (২৭) বাসাইল উপজেলার জশিহাটী গ্রামের শাহ আলমাসের স্ত্রী। বর্তমানে তিনি টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন।

এর আগে রোববার রাতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান ‘সমন্বয়ক’ মিষ্টিসহ অজ্ঞাতপরিচয় সাত থেকে আটজনকে আসামি করে মামলা করেন। পরে রাতে মিষ্টিকে গ্রেপ্তার করে পুলিশ।

মন্তব্য করুন


Link copied