আর্কাইভ  মঙ্গলবার ● ১১ মার্চ ২০২৫ ● ২৭ ফাল্গুন ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১১ মার্চ ২০২৫

রংপুরে ৭ দিনে ৩১ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

সোমবার, ১০ মার্চ ২০২৫, রাত ১০:১৮

মমিনুল ইসলাম রিপন রংপুর।। রংপুরে এক সপ্তাহে ৩১ লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। আরও ১৪১টি অবৈধ ইটভাটা
উচ্ছেদে প্রস্তুতি নেওয়া হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম এ তথ্য নিশ্চিত করেন ।
 
এর আগে রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল জানিয়েছেন, রংপুর জেলায় মোট ২৪০টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭২টিই অবৈধ পরিবেশগত লাইসেন্স না থাকা এবং প্রয়োজনীয় শর্ত না মেনে অবৈধভাবে এসব ভাটা ইট উৎপাদন করছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি মাটির উপরের অংশ তুলে নেয়ায় জমির উর্বরতা নষ্ট হয়ে কৃষিতে নেতিবাচক প্রভাব পড়ছে। 
 
তিনি আরও জানান, সম্প্রতি উচ্চ আদালত সারা দেশের সকল অবৈধ ইটভাটা উচ্ছেদে নির্দেশ দিয়েছে। এ কারণে অবৈধ ভাটায় ইট উৎপাদন বন্ধে অভিযান শুরু হয়েছে। 
 
এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম জানান, অভিযানের অংশ হিসেবে গত এক সপ্তাহে রংপুর সদর উপজেলার ৮, পীরগঞ্জ ৪, কাউনিয়া ৩, তারাগঞ্জ ৩, বদরগঞ্জ ২, মিঠাপুকুর ৬, পীরগাছার ২টিসহ জেলায় মোট ৩১টি ইটভাটার চিমনির আগুন নিভিয়ে এবং ভেঙে দিয়ে কার্যক্রম বন্ধ করা হয়েছে। এসব অভিযানে জেলা-উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বিএসটিআই'র কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন ।
 
আবারও উচ্ছেদ অভিযান শুরু হবে জানিয়ে তিনি আরও বলেন, কোনোভাবেই অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না। যারা জোর করে ইটভাটা চালু রাখার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন


Link copied