আর্কাইভ  বুধবার ● ১২ মার্চ ২০২৫ ● ২৮ ফাল্গুন ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ১২ মার্চ ২০২৫

রংপুরে রাশেক রহমান, জাকির হোসেনসহ ২২৪ জনের নামে হত্যা মামলা দায়ের

মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, রাত ০৮:৪১

মমিনুল ইসলাম রিপন: দীর্ঘ ১২ বছর পর জামায়াতের নায়েবে আমীর মাওলনা দেলোয়ার হোসেন সাইদীর আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালের মামলার ফাঁসির রায় দেবার প্রতিবাদে ২০১২ সালের ২৮ ফ্রেরুয়ারী রংপুরের মিঠাপুকুরে জামায়াতের ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অস্ত্র সস্ত্র নিয়ে হামলা এবং গুলি করে ছাত্র শিবির নেতা আশিকুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধাক্ষ সাবেক সাংসদ এইচ এন আশিকুর রহমান তার ছেলে রাশেক রহমান সাবেক এমপি জাকির হোসেন সহ ২শ ২৪ জন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ৮ মার্চ্চ রাতে মিঠাপুকুর থানায় দায়ের করেন নিহত শিবির নেতা আশিকুর রহমানের বাবা আফতাব উদ্দিন। মামলা দায়ের করার ব্যাপারে মিঠাপুকুর থানা পুলিশ কথা বলতে না চাইলেও মামলার বাদী আফতাব উদ্দিন মঙ্গলবার বিকেলে মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করেছেন। 

মিঠাপুকুর থানা সূত্রে জানা গেছে মামলা নম্বর হচ্ছে ১১  মামলায় প্রধান আসামী করা হয়েছে রংপুর ৫ আসন মিঠাপুকুর এর সাবেক সাংসদ আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধাক্ষ্য এইচ এন আশিকুর রহমান , তার ছেলে আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, ২০২৪ সালের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, বিলুপ্ত উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কামরু, আওয়ামী রীগ নেতা আনোয়ার সাদাত লিমন, মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু সহ ২শ ২৪জন আওয়ামী লীগ , নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগ যুবলীগ এর উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী রয়েছেন। মামলায় অভিযোগ করা হয় জামায়াতের হরতাল চলা কালে আসামীরা আরও অজ্ঞাত ৬০/৭০ জন আগ্নেয়াস্ত্র , ককটেল, বিস্ফোরক টেটা, বল্লম,  হাচুয়া ইত্যাদি মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে জামায়াত শিবির বিরোধী শ্লোগান দিয়ে জামায়াত শিবির নেতা কর্মীদের উপর আতর্কিত ভাবে হামলা চালায়। হামলা সময় নির্বাহি ম্যাজিষ্ট্রেটের এর নির্দ্দেশে পুলিশ বিজি সহ অন্যান্য আইন শৃংখলা বাহিনী সরাসরি জড়িত ছিলেন। উক্ত হামলায় আশিকুর রহমানের মাথায় গুলিবিদ্ধ হয়ে পিছন দিক দিয়ে বের হয়ে গেলে আশিকুর রহমান তাৎক্ষনিক ভাবে মহাসড়কে লুটিয়ে পড়লে সে  মৃত্যু বরন করে। এ সময় আসামীরা আইন শৃংখলা বাহিনীর কোন কথায় কর্নপাত না করে দুপুর আড়াই টার দিকে মিঠাপুকুর উপজেলা সদরের সোনালী ব্যাংক মোড় থেকে আসামীরা এক যোগে জামায়াত শিবিরের অবস্থান কর্মসূচি লক্ষ্য করে গুলি বর্ষন করতে থাকে। আপসামীরা শ্লোগান দিতে দিতে উপজেলা পরিষদ ও আশে পার্শ্বের দোকান পাটে অগ্নি সংযোগের চেষ্টা করলে পুলিশ বিজিবি সহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী জনগনের জানমাল রক্ষায় নির্বাহি ম্যাজিষ্ট্রেট সহ সকলেই নীরব ভুমিকা পালন করে। তদুপুরি আসামীরা জামায়াত শিবিরের নেতা কর্মীদের উপর অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালায় এতে অন্তত ৫০/৬০ জন নেতা কর্মী গুরতর আহত হয়। আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। মামলার বাদী উল্লেখ করেন সন্তান হারানোর শোকে মানসিক ভাবে বিপর্যস্ত থাকায় ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় মিঠাপুকুর থানায় মামলা করতে গেলে থানা মামলা নিতে অসম্মতি প্রকাশ করায় মামলা করতে বিলম্ব হয়েছে। 

এ ব্যাপারে মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিকের সাথে যোগাযোগ করা হলে তিনি মামলা দায়ের করার কথা স্বীকার করে বলেন এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। 

মন্তব্য করুন


Link copied