স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর পল্লীতে ধর্ষনের চেষ্টার পৃথক ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। বুধবার(১২ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জলঢাকা থানার ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন ও ডিমলা থানার ওসি মোঃ ফজলে এলাহী।
পুলিশ জানায়, মঙ্গলবার(১১ মার্চ) রাতে জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের মিশনপাড়া গ্রামে এক রিক্সাচালকের স্ত্রীকে বাড়িতে একা পেয়ে পানাতিপাড়া গ্রামের মৃত মজে মিয়ার ছেলে জাহেদুল ইসলাম(৪৫) ওরফে বিজি জাহেদ ধর্ষনের চেষ্টা চালায়। এসময় গৃহবধুর আতœচিৎকারে জাহেদুল ইসলাম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দিতে থাকে। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে ধর্ষনের চেস্টাকারীকে গ্রেপ্তার করে।
অপর দিকে একই দিন বিকালে ডিমলা উপজেলায় ১২ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নাউতারা নিজ পাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে রফিকুল ইসলামকে(৫০) গ্রেপ্তার করে পুলিশ। শিশুটিকে ডিমলা হাসপাতাল ভর্তি করা হয়েছে। অভিযোগ মতে, ঘটনার দিন(মঙ্গলবার) বিকালে প্রতিবেশী বাক প্রতিবন্ধী ১২ বছরের শিশু কন্যাকে বাড়িতে একাকী পেয়ে ধর্ষণের চেস্টা চালায় প্রতিবেশী রফিকুল। শিশুটি চিৎকারী গ্রামবাসী টের পেয়ে রফিকুলকে হাতে নাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।