স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর জলঢাকায় ঈদের বিশেষ ভিজিএফ চালের স্লিপ ভাগাভাগিকে কেন্দ্র করে তিন বিএনপির নেতার বিরুদ্ধে ইউপি সদস্যদের ওপর অতর্কিত হামলার অভিযোগ এনে তার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও ঘন্টাব্যাপীর মানববন্ধন করেছে বালাগ্রাম ইউপি সদস্যরা।
বুধবার (১২ মার্চ) দুপুরে বালাগ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কহিনুর বেগমের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে ঘণ্টাব্যাপীর মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান কহিনুর বেগম, ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা, মাহমুদা বেগম, ইউপি সদস্য মোশফেকুর রহমান ফিকু, আব্দুর রশীদ হিলু, মোসলেম উদ্দিন ও তারেক রহমান প্রমূখ।
বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ফিরোজুল হক ওরফে সেবু চৌধুরী, তাঁতীদল নেতা ফজলুল হক ফজু এবং স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহবায়ক মুহিত ইসলাম সহ আরো ৫০/৬০ জন দলবদ্ধ হয়ে গত মঙ্গলবার(১১ মার্চ) দুপুরে বালাগ্রাম ইউনিয়ন পরিষদে এসে ঈদের ভিজিএফের চালের ৫০০ কার্ডের দাবি করে। এসময় প্যানেল চেয়ারম্যান দিতে অস্বীকার করলে তারা অর্তকিত হামলা চালায়। আশপাশের এলাকাবাসীরা দ্রুত পরিষদের দিকে এগিয়ে আসলে তারা চলে যায়। বক্তারা হামলা কারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।
অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ফিরোজুল হক ওরফে সেবু চৌধুরী, তাঁতীদল নেতা ফজলুল হক ফজু এবং স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহবায়ক মুহিত ইসলাম সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের ফোনে কল হলেও রিসিভ করেনি।
অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ফিরোজুল হক ওরফে সেবু চৌধুরী, তাঁতীদল নেতা ফজলুল হক ফজু এবং স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহবায়ক মুহিত ইসলাম সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের ফোনে কল হলেও রিসিভ করেনি।