নিউজ ডেস্ক: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়েশা ছিদ্দিকা রুপালিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ঝিনাইগাতির তেঁতুলতলার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ বলেছে, তার নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা আছে। পুলিশ তাকে কয়েক মাস ধরে খোঁজছিল।
ঝিনাইগাতী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, অভিযুক্তকে আদালতের নির্দেশে জেল হাজাতে পাঠানো হয়েছে।