আর্কাইভ  শনিবার ● ১৫ মার্চ ২০২৫ ● ১ চৈত্র ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ১৫ মার্চ ২০২৫

রমজানে নিত্যপণ্যের দাম এবার গত বছরের তুলনায় কম

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, বিকাল ০৭:৫২

নিউজ ডেস্ক:  দেশে নিত্যপণ্যের বাজারে দীর্ঘদিন ধরে একটি প্রবণতা বিদ্যমান আছে। তা হলো কোনো পণ্যের দাম একবার বাড়লে তা সাধারণত আর কমে না। তবে এবারের রমজানে তার উল্টো চিত্র। প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম এবার গত বছরের তুলনায় কম। পিঁয়াজ, আলু গত বছরের তুলনায় অর্ধেক কম দামে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রায় সব ধরনের সবজি গত বছরের তুলনায় অর্ধেক কমেছে। গত রমজানে শসার দাম ছিল ১০০ টাকা। এবার তা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ধনেপাতার কেজি গত রমজানে ছিল ২০০ থেকে ২২০ টাকা। এবার বাজারে ধনেপাতা বিক্রি হচ্ছে ৮০ টাকায়। দাম কমায় বেশির ভাগ নিত্যপণ্য কেনায় মিলছে স্বস্তি।

গত রমজানে রাজধানীর বিভিন্ন বাজারে পাকা টম্যাটো প্রকার ভেদে ৪০ থেকে ৬০ টাকা বিক্রি হয়েছে। বর্তমানে রাজধানীর বাজারগুলোতে টম্যাটো বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকায়। একসঙ্গে ৫ কেজি কিনলে ১০ টাকার নিচেও মিলছে কেজিপ্রতি। গত বছর এ সময়ে বরবটি বিক্রি হয়েছে ১৪০ টাকা কেজি দরে। বর্তমানে বরবটি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। গতবছর এ সময়ে দেশি পিঁয়াজ ১২০ টাকা দরে বিক্রি হয়েছে। এ বছর তিন গুণ কমে ৩০ থেকে ৪০ টাকায় মিলছে। আলু বর্তমানে বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। গত বছরের এ সময়ে আলু বিক্রি হয়েছে ৪০ টাকায়। ব্রয়লার মুরগির দাম গত বছর এ সময়ে ছিল কেজিপ্রতি ২৩০ থেকে ২৪০ টাকা। এ বছর প্রতি কেজি ২০০ টাকার নিচে মিলছে। চিনি গত বছর ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হয়েছে। এবার ১১৫ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুসারে, দেশি রসুন বাজারে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৩০ টাকায়। গত বছর এ রসুন বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৬০ টাকায়। আমদানিকৃত আদা বর্তমানে বিক্রি হচ্ছে ১০০ থেকে ২০০ টাকা। গত বছর বিক্রি হয়েছে ১৮০ থেকে ২২০ টাকায়। কাঁচা মরিচ বর্তমানে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৮০ টাকায়। গত বছর বিক্রি হয়েছে ৭০ থেকে ১২০ টাকায়। কাঁচা পেঁপে বর্তমানে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৪০ টাকায়। গত বছর বিক্রি হয়েছে ৩০ থেকে ৫০ টাকায়। লাল ডিম বর্তমানে বিক্রি হচ্ছে প্রতি পিস ৯ টাকা ১৭ পয়সা থেকে ১০ টাকা। আর গত বছর এ সময়ে দাম ছিল ১০ টাকা থেকে ১১ টাকা ২৫ পয়সা। এমনকি ইফতারের অন্যতম অনুষঙ্গ ছোলা গত বছরের তুলনায় ৫ টাকা কমেছে। গত বছর ছিল ১০৫ থেকে ১১৫ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। তবে কিছু নিত্যপণ্যের দাম বেড়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তথ্যানুসারে, বোতলজাত সয়াবিন তেল বর্তমানে বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ১৭৮ টাকায়। গত বছর বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৬৫ টাকায়। এ ছাড়া চালের দাম বেড়েছে। চিকন চাল বর্তমানে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮৫ টাকায়। গত বছর বিক্রি হয়েছে ৬২ থেকে ৭৫ টাকায়। মোটা চাল বর্তমানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। গত বছর এ সময়ে বিক্রি হয়েছে ৪৮ টাকা থেকে ৫২ টাকায়।

মন্তব্য করুন


Link copied