আর্কাইভ  শনিবার ● ১৫ মার্চ ২০২৫ ● ১ চৈত্র ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ১৫ মার্চ ২০২৫

ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় গণঅধিকার পরিষদ

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, রাত ০৯:৩৩

মমিনুল ইসলাম রিপন রংপুর।। রংপুরে গণঅধিকার পরিষদের রাশেদ খান ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় গণঅধিকার পরিষদ মন্তব্য করেছেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। তিনি বলেন, গণহত্যার বিচার নিয়ে গত সাত মাসেও সরকার প্রত্যাশা অনুযায়ী কার্যক্রম লক্ষ্য করা যায়নি। রংপুর জিলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে গণঅধিকার পরিষদ জেলা ও মহানগরের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবী জানিয়ে মুহাম্মদ রাশেদ খান বলেন, সরকার এখন পর্যন্ত নির্বাচন নিয়ে রোডম্যাপ প্রকাশ করেনি। এ সময় উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ হোসেন বাবু, কেন্দ্রীয় নির্বাহী সংসদের উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীবসহ অন্যরা।

মন্তব্য করুন


Link copied