আর্কাইভ  শনিবার ● ১৫ মার্চ ২০২৫ ● ১ চৈত্র ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ১৫ মার্চ ২০২৫

নীলফামারীতে ধর্ষন মামলার বন্দি আসামীর মৃত্যু

শনিবার, ১৫ মার্চ ২০২৫, দুপুর ০৪:৪২

ফাইল ছবি

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী জেলা কারাগারের ধর্ষণ মামলায় বন্দি শুকুর আলী(৫১) নামে এক আসামীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৫ মার্চ) সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। শুকুর আলী সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের কেরাণীপাড়া এলাকার মৃত. জুনায়েদ আলীর ছেলে। 
জেলা কারাগার সুত্র জানায়, বুধবার (১৩ মার্চ) দুপুরে অসুস্থ্য হয়ে পড়লে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান তিনি। সুত্র মতে, আইনি প্রক্রিয়া শেষে বিকালে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।  
নীলফামারী জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম জানান, ২০১৮ সালের ১ মার্চ একই গ্রামের তৃতীয় শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষন মামলার একমাত্র আসামী শুকুর আলী। তাকে ওই বছর ২ এপ্রিল রাতে পুলিশ অভিযান চালিয়ে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার শিংঝাড় গ্রাম থেকে গ্রেপ্তার করে। পরের দিন ৩ এপ্রিল আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেছিল। মামলাটি বিচারাধীন রয়েছে। মৃত্যুর সময় তার বয়স ৫১ বছর। 

মন্তব্য করুন


Link copied