আর্কাইভ  রবিবার ● ১৬ মার্চ ২০২৫ ● ২ চৈত্র ১৪৩১
আর্কাইভ   রবিবার ● ১৬ মার্চ ২০২৫

রংপুরের সেই উপ-পুলিশ কমিশনার প্রত্যাহার

শনিবার, ১৫ মার্চ ২০২৫, রাত ০৮:১১

নিজস্ব প্রতিনিধি: রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার শিবলি কায়সারকে প্রত্যাহার করে পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বিকেলে ডিআইজি প্রশাসন কাজী ফজলুল করিম স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার ( প্রশাসন) হাবিবুর রহমান।

আরও পড়ুন: রংপুরে পুলিশের উপ-কমিশনারের বিরুদ্ধে ঘুষ ও নির্যাতনের অভিযোগ

প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তা শিবলি কায়সারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য এবং বৃহস্পতিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা করতে আসা পলাশ হাসান নামে এক বাদীকে মারধর ও দায়িত্বরত কনস্টেবলের রাইফেল কেড়ে নিয়ে ওই ব্যক্তিকে বেধড়ক পিটুনির অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি অভ্যন্তরীণ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ঘুষ সম্পর্কিত অডিও: 

মন্তব্য করুন


Link copied