হাসান আল সাকিব : রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) বিকেলে ইউনিয়নের পালিচড়া খান চৌধুরী দাখিল মাদ্রাসায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদ্যপুষ্করিনী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি গোলাম আজম ও সেক্রেটারী মো: সাইদ হাসানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও: মো: মাজহারুল ইসলাম, সেক্রেটারি মাও: মো: আব্দুল কাদের।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি মোঃ আফজাল হোসেন, ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি মাওঃ শাখাওয়াত হোসেন, কারমাইকেল কলেজ ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক মোঃ হুজায়ফা এবং জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা, শুভাকাঙ্ক্ষী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।