আর্কাইভ  রবিবার ● ১৬ মার্চ ২০২৫ ● ২ চৈত্র ১৪৩১
আর্কাইভ   রবিবার ● ১৬ মার্চ ২০২৫

তেঁতুলিয়ায় অসুস্থ অবস্থায় বিলুপ্ত প্রজাতির শুকুন উদ্ধার

শনিবার, ১৫ মার্চ ২০২৫, রাত ১০:৫৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অসুস্থ অবস্থায় বিলুপ্ত প্রায় প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে বনবিভাগ।

শনিবার (১৫ মার্চ) দুপুরের জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা বাজার এলাকায় শকুনটি দেখতে পায় স্থানীয়রা। এসময় স্থানীয়রা শুকুনটি রশি দিয়ে বেধে রেখে তেঁতুলিয়া বনবিভাগকে খবর দেয়। পরে খবর পেয়ে বিকেলে বাংলাবান্ধা বাজারে গিয়ে এ শকুনটিকে উদ্ধার করে বনবিভাগের সদস্যরা।

স্থানীয়রা জানান, শুকুনটি আকাশ থেকে উড়ে তেঁতুলিয়ার বাংলাবান্ধা বাজারের একটি বড় গাছে বসে ছিল। পরে অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেলে স্থানীয়রা সেটি আটক করে। পরে তারা শুকুনটি ধরে রশি দিয়ে বেধে রাখেন । এদিকে পরবর্তীতে স্থানীয়রা তেঁতুলিয়া বন বিভাগকে খবর দিলে পরে খবর পেয়ে সেখানে গিয়ে লোকজনের ভীড়ে শকুনটিকে পায়ে বাঁধা অবস্থায় দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া বনবিভাগের ইকো পার্কে নিয়ে যায়৷  উদ্ধারের পর শুকনটির প্রাথমিক চিকিৎসা দেয়া হয়৷ বর্তমানে ইকোপার্কে শুকনটি রয়েছে৷

তেঁতুলিয়া উপজেলা বিট কর্মকর্তা মো.নজরুল ইসলাম বলেন, তেঁতুলিয়া বাংলাবান্ধা বাজার এলাকা থেকে বিলুপ্ত প্রায় প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয় এবং দুর্বল থাকার কারণে তাৎক্ষনিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে। বর্তমানে কিছুটা সুস্থ হয়েছে৷ আমাদের উদ্ধর্তন  কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  আফরোজ শাহিন খসরু জানান, শুঁকুনটি সুস্থ্য করার চেষ্টা চলছে। সুস্থ্য হলে পরবর্তীতে বন্যপ্রাণী দপ্তরের সাথে আলোচনা করে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য করুন


Link copied