আর্কাইভ  মঙ্গলবার ● ১৮ মার্চ ২০২৫ ● ৪ চৈত্র ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১৮ মার্চ ২০২৫

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

সোমবার, ১৭ মার্চ ২০২৫, দুপুর ১০:৪২

Ad

Advertisement

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় জোনায়েদ মিয়া (৪০) নামের এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।

রোববার (১৬ মার্চ) রাতে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের খলসি বটতলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোনায়েদ মিয়া উপজেলার সাপমারা ইউনিয়নের কোগারিয়ার গ্রামের রিজু মিয়ার ছেলে। তিনি চকরহিমাপুর নুরানি মাদরাসার শিক্ষক বলে জানা গেছে।

জানা যায়, ওই সময় জোনায়েদ মিয়া মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় আপর দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জোনায়েদকে মৃত্যু ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, নিহত জোনায়েদ মিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন


Link copied