আর্কাইভ  মঙ্গলবার ● ১৮ মার্চ ২০২৫ ● ৪ চৈত্র ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১৮ মার্চ ২০২৫

লালমনিরহাটে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার- ৩

সোমবার, ১৭ মার্চ ২০২৫, রাত ১০:৪৭

Ad

Advertisement

লালমনিরহাট প্রতিনিধি।।  লালমনিরহাটে ১টি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। তাদের সাথে থাকা ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি নোহা মাইক্রোবাস আটক করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) ভোর রাতে উপজেলার কুলাঘাট ইউনিয়নের বড়বাড়ি রোড সাকোয়া টিকটিকির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

লালমনিরহাট সদর থানার ওসি তদন্ত বাদল কুমার মন্ডল অস্ত্র ও মাদক উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার ব্যক্তিরা হলো, ঢাকা জেলার ধামরাই থানার বাংগোলা এলাকার নওশের আলীর ছেলে জুয়েল (২৮), মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের ছোট সাকরাইল এলাকার সুদেব হালদার এর ছেলে লিটন হালদার (২৭), একই থানার খালিশা গ্রামের মোঃ আজিজের ছেলে আসলাম (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সদর থানার কুলাঘাট-বড়বাড়ি রোডে সাকোয়া টিকটিকির মোড় এলাকায় পাকা রাস্তায় সোমবার ভোর রাতে পুলিশ অভিযান পরিচালনা একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১টি ইউএসএ পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল, একটি নোহা মাইক্রোবাস সহ তাদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

লালমনিরহাট সদর থানার ওসি তদন্ত বাদল কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি পিস্তল ও মাদকদ্রব্য এবং মাইক্রোবাস সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

মন্তব্য করুন


Link copied