আর্কাইভ  বুধবার ● ১৯ মার্চ ২০২৫ ● ৫ চৈত্র ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ১৯ মার্চ ২০২৫

সাকিব-মাশরাফিদের পথ ধরে রাজনীতিতে আসতে চান তিনিও

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, বিকাল ০৬:০৩

Ad

Advertisement

নিউজ ডেস্ক:  ক্রিকেটারদের রাজনীতিবিদ বনে যাওয়া নতুন কিছু নয়। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান তো রাজনীতিতে পা রেখে প্রধানমন্ত্রীও হয়েছিলেন। বাংলাদেশেও ক্রিকেটাররা রাজনীতিতে জড়িয়েছেন। যেমন দেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, মাশরাফি বিম মর্তুজা এবং সাকিব আল হাসানরা রাজনীতির ময়দানেও খেলেছেন।

 

এবার তাদের পথরেখা অনুসরণ কর রাজনীতিতে আসতে আগ্রহ দেখিয়েছে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। এরই মধ্যে নিজের ক্রিকেটার পরিচয়ের সঙ্গে আরও একটি পরিচয় যুক্ত হয়েছে তার। আগামী ২৮ মার্চ মুক্তি পেতে চলেছে তার অভিনীত ভারতীয় সিনেমা ‘রবিনহুড’।

তবে ক্রিকেট ও অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও নিজের খেল দেখাতে চান ওয়ার্নার। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে সোমবার (১৭ মার্চ) একটি পোস্ট করেন এই তারকা। সেখানে তিনি লিখেছেন, ‘আমার মনে হয় রাজনীতিতে আসা প্রয়োজন এবং সংসদ সদস্য হওয়া উচিত। আপনাদের ভাবনা কী?’

অস্ট্রেলিয়ার হয়ে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ মাঠে নেমেছেন ওয়ার্নার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও খেলছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সুবাদে দক্ষিণ ভারতে বেশ জনপ্রিয় ওয়ার্নার। মুক্তি পেতে যাওয়া সিনেমাটিও দক্ষিণ ভারতেরই।

সেই সুবাদে ওয়ার্নারের টুইটের মন্তব্যে অনেক ভারতীয়ই মন্তব্য করেছেন। কেউ কেউ জানতে চেয়েছেন, ভারত না অস্ট্রেলিয়ার হয়ে রাজনীতি করতে চান ওয়ার্নার? আরেকজন প্রশ্ন ছুঁড়েছেন অন্য ভক্তদের উদ্দেশে। তিনি লেখেন, ওয়ার্নার যদি হায়দরাবাদ থেকে লোকসভা নির্বাচনে অংশ নেয়, তাহলে কি তিনি সংসদ সদস্য নির্বাচিত হতে পারবেন?

মন্তব্য করুন


Link copied