নিউজ ডেস্ক: বড় হওয়ার সাথে সাথে বাস্তবতা বুঝতে শিখছি, অনুভব করতে পারি মানুষের প্রতি আমার ভালোবাসা এবং মায়া। নিজের সেই বোঝাপড়া থেকেই আমার ইচ্ছা এবছরে আমার জন্মদিনটা আমি এমন মানুষদের সাথে কাটাবো, যাদের সাথে নেই কোনো রক্তের, আত্মার কিংবা বন্ধুত্বের সম্পর্ক। তবুও মনের মধ্যে একটা মায়া অনুভব করতে পারি যাদের জন্য, তাদের জন্য খুব বেশি কিছু করার সামর্থ্য না থাকলেও যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি এই মানুষগুলোর মুখে হাসি ফোঁটাতে।

আমার জন্মদিনটাতে আমি কিছু সুবিধাবঞ্চিত মানুষদের সাথে কাটাতে পেরেছি, তাদের সাথে এক বেলা খেতে পেরেছি এটাই আমার জন্য আনন্দের। ধন্যবাদ অভিযাত্রিক ফাউন্ডেশন- আপ্যায়ন এর সকলকে এই আয়োজনটি সফল করার জন্য।
আল্লাহ যেনো আমাকে আরও তৌফিক দান করে যাতে আমি সুবিধাবঞ্চিত মানুষ, অবলা প্রাণীদের জন্য কিছু করতে পারি। জীবনের ২৬ তম জন্মদিনটি খুব সুন্দর কাটলো।

আজকের এই দিনে যিনি আমার পাশে ছিলেন, আমার এই ক্ষুদ্র ইচ্ছাটি পূরণে সহযোগিতা করেছেন, তার প্রতি আমি কৃতজ্ঞ।
(সাদিয়া আয়মানের ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত)