নিউজ ডেস্ক: টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার তার নতুন প্রেমের খবর অনেক আগেই ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন। গেল পূজায় তিনি তার প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দেন, যা ভক্তদের মন ভেঙে দিয়েছিল। তাদের সম্পর্কের বয়স প্রায় ৫ বছর।
মধুমিতার প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী, যিনি ইন্ডাস্ট্রির বাইরে একজন আইটি সেক্টরের পেশাজীবী। তারা মাঝে মাঝে একসঙ্গে ঘুরতে বেরিয়ে পড়েন, এবং সম্প্রতি সিকিমের ইয়ামথাং ভ্যালিতে দোল উদযাপন করেছেন।
মধুমিতা জানিয়েছেন, 'আমাদের পরিকল্পনা আছে ডিসেম্বর মাসে অথবা আগামী বছরের শুরুর দিকে বিয়ে করার। কারণ শীতকাল আমাদের দুজনেরই খুব পছন্দ।'
পাহাড় তাদের এতটাই ভালোবাসার জায়গা যে, তিনি বলেন, 'বিয়ে না হওয়ার আগে আমরা পাহাড়ে আরও স্মৃতি তৈরি করে যাব।'
সিকিমের ইয়ামথাং ভ্যালিতে দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে মধুমিতা সরকার। ছবি: ফেসবুক
অভিনেত্রী আরও জানিয়েছেন, '২০১৯ সালে প্রথম দেখা হলেও তখন যোগাযোগ ছিল না। তবে মাসখানেক আগে আমাদের আবার দেখা হয় এবং তারপর থেকেই যোগাযোগ শুরু হয়। প্রথমে বন্ধু হিসেবে কথা বলতাম, তারপর সব কিছু বদলে যায়।'
শীতকালে বিয়ে হওয়ার সম্ভাবনা বেশ জোরালোভাবে জানিয়েছেন মধুমিতা।
তিনি 'বোঝে না সে বোঝে না' ধারাবাহিকের পাখি চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এরপর তিনি সিনেমায় পা রাখেন, এবং তার ঝুলিতে রয়েছে 'পরিবর্তন', 'লাভ আজ কাল পরশু', 'চিনি', 'দিলখুশ', 'সূর্য', 'কুলের আচার'সহ বেশ কিছু সিনেমা।
অল্প বয়সে প্রথম বিয়ে করেছিলেন মধুমিতা, অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে। কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি এবং ২০১৯ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপরই দেবমাল্যর সঙ্গে তার পরিচয় হয়। প্রথম বিয়ে ভাঙার পর অভিনেত্রী ক্যারিয়ারে মনোযোগ দেন, কিন্তু গত বছর পূজার সময় নতুন প্রেমে সঙ্গী হন এবং তা তিনি নিজেই ঘোষণা করেছিলেন।