আর্কাইভ  বৃহস্পতিবার ● ২০ মার্চ ২০২৫ ● ৬ চৈত্র ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২০ মার্চ ২০২৫

হিলিতে সেমাই কারখানায় অভিযান, তিন কারখানা মালিককে ৮০ হাজার টাকা জরিমানা

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, রাত ০৯:৫২

Ad

Advertisement

হিলি প্রতিনিধি  দিনাজপুরের হাকিমপুর হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরিসহ বেশকিছু অভিযোগে ৩টি সেমাই কারখানা মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলির স্টেশন ডাঙ্গাপাড়া ও চেংগ্রাম এলাকায় বিভিন্ন সেমাই কারখানায় অভিযান চালিয়ে এসব জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়। 
 
এসময় দিনাজপুর বিএসটিআইয়ের প্রতিনিধি ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।  ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, ‘আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে বোয়ালদাড় ইউনিয়নের চেংগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে এক কারখানা মালিককে ৫০ হাজার, স্টেশন ডাঙ্গাপাড়ায় মাসুদ নামের একজনকে লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা ও আরো একটি কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং লাইসেন্সবিহীন কারখানা গুলো সিলগালা করা হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন


Link copied