নিউজ ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানীতে ধানের জমিতে সেচ দেওয়া নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ১৪ জন আহত হন।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার তেঁতুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত নারীর নাম শিলা বেগম (৩৫)। তিনি তেঁতুলবাড়ি গ্রামের কাওসার মোল্লার স্ত্রী। এ ঘটনায় তিন নারীসহ অন্তত ১৪ জন আহত হন। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সৈয়দ এমদাদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, বোরো ধানের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় কৃষক শাহিদ মোল্লা ও কাওসার মোল্লার মধ্যে সন্ধ্যায় বাগবিতণ্ডা হয়। এ নিয়ে রাত ৯টার দিকে শাহিদ মোল্লার লোকজন কাওসার মোল্লার লোকজনের ওপর হামলা করেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। সংঘর্ষে চার নারীসহ ১৫ জন আহত হন। তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিলাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনও পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।