নিউজ ডেস্ক: স্থানীয়রা জানান, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অনিমেষ রায় আলম খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী মোজ্জামেল হক আলমের কাছ থেকে প্রায় এক বছর আগে ২ হাজার ৬০০ টাকার গো খাদ্য বাকি নেন। এরপর আর টাকা পরিষদ করেননি। মঙ্গলবার রাত ৯ টার দিকে দোকানের সামনে এলে তার কাছে পাওনা টাকা চান দোকানদার। তখন ওই আওয়ামী লীগ নেতা ‘কিসের টাকা পাও’ বলে দোকানদারের গায়ে হাত তুলেন। এ সময় স্থানীয়রাসহ আশপাশের দোকানদাররা তাকে ধরে গণপিটুনি দেন।
আলম খাদ্য ভান্ডারে স্বত্বাধিকারী মোজ্জামেল হক আলম বলেন, আওয়ামী লীগ নেতা অনিমেষ উকিল আমার কাছে এক বছর আগে আমার দোকান থেকে গো খাদ্য বাকি নিয়ে আর টাকা পরিশোধ করেননি। আজ দোকানের সামনে দেখা পেয়ে টাকা চাইলাম। তখন কিসের টাকা পান বলে আমার কলার ধরে আমার গায়ে আঘাত করেন তিনি। পরে আমার সাথের দোকানদার ও স্থানীয়রা তাকে মারধর করেছেন।
স্থানীয় হামিদ বস্ত্রালয়ের স্বত্বাধিকারী আব্দুল হামিদ বলেন, আমার দোকান থেকে সাবেক অর্থমন্ত্রীর প্রোগ্রামে কম্বল বিতরণের জন্য বাকিতে কম্বল নিয়ে টাকা পরিশোধ করেনি। আজ ধরে পিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে সেখান থেকে পালিয়ে গেছেন ওই আওয়ামী লীগ নেতা।