নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবসে লালমনিরহাট শহরের বিডিআর সড়কে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক মঞ্চের ম্যুরাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় ছাত্র-জনতার দাবির মুখে’ জেলা প্রশাসনের পক্ষ থেকে মুর্যাল ঢেকে দেয়া হয়েছে বলে জানানো হয়।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাধীনতা দিবসের আগে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ বা ‘স্থানীয় ছাত্র-জনতার’ কাছ থেকে এ সংক্রান্ত কোন দাবি সম্বলিত বিক্ষোভ বা মিছিল দেখা যায়নি। এছাড়া এই মূহুর্তে সেখানে কোন সংস্কার কাজও চলছে না বলেও জানিয়েছেন স্থানীয়রা। এরফলে কেন মুর্যাল ঢেকে দেয়া হয়েছে, সে বিষয়ক কোন পরিষ্কার ব্যাখ্যা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা যায়নি।
লালমনিরহাটের ওই দীর্ঘ ম্যুরালে ‘৫২র ভাষা আন্দোলন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সাত মার্চের ভাষণ, মুজিবনগর সরকার গঠন, চরমপত্র পাঠ, ৭১-এর গণহত্যা, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানী, বিজয়ে উল্লাসে মুক্তিযোদ্ধারা, পতাকা হাতে হাতে বিজয়ে উচ্ছ্বসিত জনতা, সাত বীরশ্রেষ্ঠ ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্মৃতিচিহ্ন রয়েছে।