নিউজ ডেস্ক: ছোটপর্দার বিভিন্ন স্বাদের অনুষ্ঠান ছাড়া যেন ঈদের আনন্দ পূর্ণতা লাভ করে না। তাই ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন করেছে দেশের প্রায় সব টেলিভিশন চ্যানেল। নাটক, সিনেমা, ধারাবাহিক নাটক, সংগীতানুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান, নাচের অনুষ্ঠানসহ বিভিন্ন ধরনের আয়োজনে সাজানো হয়েছে ছোটপর্দা।
নাগরিক টেলিভিশন: রাত ৮টায় নাটক চোর পুলিশ। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই। রাত ৯টা ৩০ মিনিটে লাইভ সংগীতানুষ্ঠান ‘বাংলা বাউল’, শিল্পী: শফি মণ্ডল ও বন্যা তালুকদার।
আরটিভি: বিকেল ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘মিউজিক লাউঞ্জ’, শিল্পী: হায়দার হোসেন। সন্ধ্যা ৬টায় টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। সন্ধ্যা ৭টায় একক নাটক নীল রঙের সাইকেল। অভিনয়ে নিলয়, হিমি। রাত ৮টায় একক নাটক চৌধুরী বাড়ির মেয়ে। অভিনয়ে শামীম হাসান সরকার, তানিয়া বৃষ্টি। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক এক্সকিউজ মি প্লিজ। অভিনয়ে শামীম হাসান সরকার, চাষী আলম, তানজিম হাসান অনিক, শখ। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক খাল কেটে কুমির। অভিনয়ে নিলয়, হিমি। রাত ১১টা ৩০ মিনিটে একক নাটক সুন্দরী ভাতা। অভিনয়ে মোশাররফ করিম, হিমি।
দীপ্ত টিভি: বিকেল ৫টা ৫০ মিনিটে তুর্কি ধারাবাহিক গুড ডক্টর। সন্ধ্যা ৭টায় একক নাটক ‘বউ আমার মেম্বার’। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই। রাত ৮টায় একক নাটক মাকড়সা। অভিনয়ে সাবিলা নূর, শ্যামল মাওলা। রাত ৯টা ৪০ মিনিটে ধারাবাহিক কথা হবে হিসাব করে। রাত ১০টায় রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট-ঈদ স্পেশাল বাই রাফসান’। রাত ১১টা ১০ মিনিটে একক নাটক শহরের যত রং। অভিনয়ে খায়রুল বাসার, তটিনী।
মাছরাঙা টেলিভিশন: বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘ব্রেকআপ থেকে শুরু’। অভিনয়ে নিলয়, হিমি। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক ‘বিয়ের জ্বালা’। অভিনয়ে শামীম হাসান সরকার, সেমন্তী সৌমি, নাদিয়া মীম। রাত ৮টায় নাটক ‘বেকার বারেক’। অভিনয়ে মোশাররফ করিম, সালহা খানম নাদিয়া। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক ‘মধুমালা’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ। রাত ১০টা ২০ মিনিটে নাটক ‘বাজি’। অভিনয়ে মুশফিক আর ফারহান, কেয়া পায়েল। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘মন দিওয়ানা’। অভিনয়ে তৌসিফ, তটিনী।
এটিএন বাংলা: রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘প্রেম ভাই’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। সঙ্গে আছেন তানজিম সাইয়ারা তটিনী ও ফারুক আহমেদ। সজিব খানের গল্পে সেজান নুরের সংলাপে ঈদের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। পুরান ঢাকার সূত্রাপুরের গল্প এটা।
এনটিভি: সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ধারাবাহিক ‘রূপবানের প্রেম’। অভিনয়ে তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রুবাইয়া এশা, কচি খন্দকার। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে একক নাটক ‘মিরাকল লাভ’। অভিনয়ে মুশফিক আর ফারহান, স্পর্শিয়া। রাত ৯টা ১৫ মিনিটে একক নাটক ‘গরিব জামাই’। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘নসিব’। অভিনয়ে নিলয়, হিমি। রাত ১২টা ১ মিনিটে ব্যান্ডসংগীতের অনুষ্ঠান ‘তারুণ্যের গান’, ব্যান্ড: পার্সা অ্যান্ড ফ্রেন্ডস।
বৈশাখী টেলিভিশন: বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক ‘ব্ল্যাক মানি’। অভিনয়ে কাজী হায়াৎ, ওমর সানী, ডন, অমিত হাসান, হাসান জাহাঙ্গীর। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক ‘মানি লোকের মান’। অভিনয়ে জাহের আলভী, ফারজানা আহসান মিহি, আবদুল্লাহ রানা। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক ‘শাশুড়ির বিয়ে’। অভিনয়ে মীর সাব্বির, আ খ ম হাসান, ফারজানা আহসান মিহি, শিল্পী সরকার অপু, মাসুম বাশার, শেলী আহসান। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক ‘লন্ডনি জামাই’। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা রহমান, আহসানুল হক মিনু। রাত ৮টা ১৫ মিনিটে একক নাটক ‘প্যারায় আছে নবাব’। অভিনয়ে মোশাররফ করিম, তাসনুভা তিশা। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক ‘ট্রাক ড্রাইভার’। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, ফারজানা ছবি। রাত ৯টা ৫৫ মিনিটে একক নাটক ‘ডাকাতিয়া প্রেম’। অভিনয়ে জোভান, কেয়া পায়েল। রাত ১১টা ৪০ মিনিটে মেগা নাটক ‘কুবের মাঝি’। অভিনয়ে শিপন মিত্র, আঁচল আঁখি।