আর্কাইভ  বৃহস্পতিবার ● ৩ এপ্রিল ২০২৫ ● ২০ চৈত্র ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৩ এপ্রিল ২০২৫
শুভেচ্ছাবার্তা:
উত্তর বাংলা ডটকম পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক ।

হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়ের পথঘাট, সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬

বুধবার, ২ এপ্রিল ২০২৫, দুপুর ০১:৪২

Advertisement

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: চৈত্রের মাঝামাঝি সময়ে হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট। 
 
মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল ৮ টা পর্যন্ত জেলার সর্বত্র ঘন কুয়াশায় ঢেকে যায়। ভোর থেকে হিমেল বাতাসের কারণে শীত অনুভূত হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্য দেখা দেয়ায় কেটে যায় কুয়াশা। এদিকে আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ুর প্রভাবে আকাশে মেঘ থাকায় এবং আকাশে ধূলিকণা থাকার কারণে কুয়াশা হয়ে ঝড়েছে। 
 
এ দিন বুধবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, গতকাল মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় বলে জানায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস। 
 
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আকাশে মেঘ থাকার পাশাপাশি আকাশে ধূলিকণার পরিমাণ অনেক বেশি থাকায় তা মেঘের সাথে বৃষ্টি হয়ে ঝড়ে পড়েছে।

মন্তব্য করুন


Link copied