স্টাফরিপোর্টার,নীলফামারী॥ ইসরায়েলি বাহিনীর গাজা ও রাফায় চলমান বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার(৮ এপ্রিল) দুপুরে শহরের পৌর মার্কের দলীয় কার্যালয়ের সামনে ওই কর্মসূচি পালিত হয়। এদিন সকালে নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে কলেজ চত্বরে একই কর্মসূচি পালিত হয়েছে।
ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সেখানে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ। বক্তৃতা দেন সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, জেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আসলাম পারভেজ, নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. পায়েলুজ্জামান, সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মো. জুলফিকার কবির প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পৃথিবীর প্রায় দুইশত কোটি মুসলমান আজ মাত্র ৮০-৮৫ লাখ ইহুদির কাছে জিম্মি হয়ে আছে। এর মূল কারণ, ইতিহাসে বিভিন্ন সময় মুসলমানদের ওপর নির্যাতন-নিপীড়ন চললেও আমরা এক হয়ে প্রতিবাদ করিনি। যদি সকল মুসলিম ঐক্যবদ্ধভাবে হুংকার দিত, তবে ইসরায়েল এমন বর্বর হত্যাযজ্ঞ চালানোর দুঃসাহস পেত না। ফিলিস্তিনে চলমান গণহত্যা অবিলম্বে বন্ধ করতে জাতিসংঘের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। পাশাপাশি গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরতার তীব্র প্রতিবাদ জানিয়ে ইসরাইলের সকল পণ্য বয়কটের আহবান জানান।