আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৭ এপ্রিল ২০২৫ ● ৪ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৭ এপ্রিল ২০২৫

গঙ্গাচড়ায় ফটো সাংবাদিকের ওপর হামলা, গ্রেফতার ২

মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫, রাত ০৮:২৪

Advertisement

নিজস্ব প্রতিবেদক :রংপুরের গঙ্গাচড়ায় ফটো সাংবাদিকের উপর হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। সোমবার দিবাগত রাত ২ টায় উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ পীরের হাট গ্রামের নিজ বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, পীরের হাট এলাকার দুলাল মিয়ার স্ত্রী দুলালী বেগম (৪৪) ও তার মেয়ে রিমু খাতুন (২৭)। তারা ওই মামলার এজহারনামীয় আসামি।

জানা গেছে, গত ১৫ মার্চ বিকেলে দৈনিক কালের কণ্ঠের ফটো সাংবাদিক আসাদুজ্জামান গঙ্গাচড়া বাজার থেকে খবরের সন্ধানে দক্ষিণ কোলকোন্দ মাস্টার পাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পীরেরহাট এলাকায় স্থানীয় জাহেদ ও জাকিউল হক ময়নার সাথে দুলালী বেগমের বাকবিতণ্ডা দেখে আসাদুজ্জামান সেখানে দাঁড়ান। তাদের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে হাতাহাতির উপক্রম হলে আসাদুজ্জামান জাকিউল হককে সরিয়ে নিতে গেলে দুলাল মিয়া, তার স্ত্রী ও মেয়ে আসাদুজ্জামানের উপর চড়াও হয়ে এলোপাতাড়ি কিল ঘুষি ও মারধর করে এবং মোটরসাইকেল, মোবাইল ফোন ও ক্যামেরা ভাঙচুর করে সাথে থাকা নগদ অর্থ হাতিয়ে নেয়। এ ঘটনায় ১৫ মার্চ গঙ্গাচড়া থানায় অভিযোগ দেন আসাদুজ্জামান। পরে গত ২৯ মার্চ তিনজনের নামে মামলা দায়ের করেন তিনি। 

গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, সোমবার রাতে দুজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে। 

মন্তব্য করুন


Link copied