আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৭ এপ্রিল ২০২৫ ● ৪ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৭ এপ্রিল ২০২৫

রাশিয়ান সেনা শহীদদের স্মৃতির প্রতি বাংলাদেশ সেনাপ্রধানের শ্রদ্ধা

বুধবার, ৯ এপ্রিল ২০২৫, রাত ০২:২৪

Advertisement

নিউজ ডেস্ক: রাশিয়া সফররত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও তার নেতৃত্বাধীন সামরিক প্রতিনিধিদল মঙ্গলবার (৮ এপ্রিল) মস্কোর আলেক্সান্ডার গার্ডেনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাশিয়ান শহীদ সেনা সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

jagonews24.com

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, রাশিয়ান গ্রাউন্ড ফোর্সের কমান্ডার-ইন-চিফ, জেনারেল অব দ্য আর্মি ওলেগ সালিউকভ এ অনুষ্ঠানের নেতৃত্ব দেন।

অনুষ্ঠানে মেট্রোনোমের শব্দের মাধ্যমে প্রচলিত প্রথা অনুযায়ী এক মিনিট নীরবতা পালন করা হয়।

jagonews24.com

এরপর, মিলিটারি অর্কেস্ট্রা কর্তৃক শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক হিসেবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

 

অনুষ্ঠানটি রাশিয়ান সেনাবাহিনীর ১৫৪ তম প্রিওব্রাঝেনস্কি ইনডিপেনডেন্ট কমান্ডেন্টস রেজিমেন্ট (Preobrazhensky Independent Commandant's Regiment) এর সম্মানসূচক চৌকস কুচকাওয়াজের মাধ্যমে শেষ হয়।

মন্তব্য করুন


Link copied