আর্কাইভ  শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫ ● ১৩ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫

ভারত পাকিস্তান কি যুদ্ধে জড়াবে?

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, দুপুর ১২:৩৪

Advertisement

নিউজ ডেস্ক: জন্মের পর থেকেই সাপে-নেইলে সম্পর্ক ভারত পাকিস্তানের। প্রতিবেশী হয়েও যেন বহু দূরত্ব তাদের। স্বাধীনতার সাড়ে সাত দশক পেরিয়ে গেলেও দু’দেশের সেই চিরবৈরী মনোভাব কাটেনি বিন্দুমাত্র। দোষারোপের রাজনীতি আর ষড়যন্ত্র তত্ত্ব থেকে যেন বের হতেই পারছেন না দেশ দুটির রাজনীতিকরাও।

সাতচল্লিশে ব্রিটিশ ঔপনিবেশিকতার কবল থেকে মুক্ত হওয়ার পর অদ্যাবধি চারবার যুদ্ধে নেমেছে পারমাণবিক শক্তিধর দেশ দুটি— ১৯৪৭-৪৮, ১৯৬৫, ১৯৭১ আর ১৯৯৯।

বিগত ২৫ বছরে যুদ্ধে জড়ায়নি, তবে তাদের মধ্যে যে খুব শান্তি বিরাজমান ছিল তাও বলা যায় না। লাইন অব কন্ট্রোল সবসময় তাদের কন্ট্রোলে থাকে না, উত্তেজনা লেগেই থাকে। তবে এবারের পরিস্থিতি একটু ঘোলাটে এবং বেশ উত্তপ্ত। পাকিস্তানের বিরুদ্ধে যেন আধা জল খেয়ে লেগেছেন মোদি। শেষমেশ পরিস্থিতি যুদ্ধ পর্যন্ত গড়ায় কি-না এ নিয়ে শঙ্কিত আন্তর্জাতিক বিশ্লেষকরা।

মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে হামলা করেছে সন্ত্রাসীরা। ২৫ ভারতীয় ও ১ নেপালিকে গুলি করে মেরেছে। ভয়াবহ এ হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)। হামলার কারণ হিসেবে তারা জানিয়েছে, কাশ্মীরে ‘জনসংখ্যাগত পরিবর্তন’ রোধ করাই তাদের উদ্দেশ্য। তারা মনে করে, ভারত সরকার ২০১৯ সালে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা (অনুচ্ছেদ ৩৭০) বাতিলের পর অন্য রাজ্যের মানুষ সেখানে বসবাস ও জমি কেনা শুরু করেছেন। এর ফলে সেখানে স্থানীয় মুসলিমদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।

যুদ্ধের দামামা বাজছে

যুদ্ধপ্রিয় ভারতের কোনো প্রতিবেশীর সঙ্গেই সম্পর্ক ভালো নয়। মোদির ‘প্রতিবেশী প্রথম’ (নেইবর ফার্স্ট) নীতি বলতে আসলে ‘প্রতিবেশীর সঙ্গে বৈরিতা’ নাকি ‘প্রতিবেশীর সঙ্গে ভালোবাসা’ প্রতিফলিত হয় তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

আরও একবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধের দামামা বাজছে। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা মনে করেন, এ পর্যায়ে সামরিক পদক্ষেপ নিতে পারে ভারত। তবে তার জন্য প্রস্তুত রয়েছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক নিরাপত্তা সূত্র আল-জাজিরাকে বলেন, আমরা বেশ সতর্ক অবস্থানে রয়েছি। তবে ভারতের মতো অযথা উত্তেজনা তৈরি করছি না।

এ বিষয়ে কথা বলার এখতিয়ার না থাকায় তিনি নাম প্রকাশ করতে রাজি হননি। এই কর্মকর্তা আরও বলেন, ভারত ও পাকিস্তান উভয়ই পারমাণবিক ক্ষমতাধর। দু’দেশকেই সতর্ক পদক্ষেপ নিতে হবে। ভারত যদি মনে করে, ইট মারলে পাটকেল খাবে না, তা ভুল।

হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি তা নাকচ করে দিয়ে বলেন, হামলার ঘটনা ঘটেছে লাইন অব কন্ট্রোলের (ভারত-পাকিস্তান সীমান্ত) ১২৫ মাইল দূরে। সেখানে প্রায় ৫০ হাজার ভারতীয় সেনা পাহারা দেয়।

সীমান্ত থেকে ১২৫ মাইল দূরে গিয়ে ২৬ ভারতীয় নাগরিকদের কিসের স্বার্থে পাকিস্তান হত্যা করবে তা বোঝা বড় দায়!

মন্তব্য করুন


Link copied