আর্কাইভ  শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫ ● ১৩ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫

বদিসহ ১৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, দুপুর ০১:৫৭

Advertisement

নিউজ ডেস্ক:  কক্সবাজারের আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিসহ সেন্টমার্টিনের ১৯ হোটেল মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

পরিবেশ অধিদপ্তরের দেওয়া মামলার প্রতিবেদন (চার্জশিট) আমলে নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ৫ আগস্টের পর গ্রেপ্তার হয়ে বদি কারাগারে রয়েছেন।

কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা আশেক ইলাহী শাহজাহান নুরী গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদন গত ১৩ মার্চ আদালতে জমা হওয়ার পর শুনানির জন্য ২৪ এপ্রিল দিন ধার্য করা হয়েছিল। শুনানি শেষে আদালত ১৯ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মন্তব্য করুন


Link copied