বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শিক্ষার্থীদের জন্য রাশিয়ায় গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ এপ্রিল, ২০২৫) বিকেলে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এসময় তিনি বলেন, বেরোবির শিক্ষার্থীদের একাডেমিক পড়ালেখার বাইরে নিজেদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ল্যাংগুয়েজ শেখার ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, রাশিয়ান ভাষা শেখার ব্যবস্থা করা সম্ভব হলে শিক্ষার্থী ও গবেষকদের জন্য রাশিয়ায় উচ্চশিক্ষা অর্জন সহজ হবে। রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বেরোবির শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও গবেষণায় সুযোগ সৃষ্টির আহবান জানান তিনি। উপাচার্য আরও বলেন, রাশিয়া ও বাংলাদেশ দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভাষা ও সংস্কৃতির বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বেরোবি স্কলারশিপ সাপোর্ট অফিস আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্র্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক ও রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ। সম্মানীয় অতিথি হিসেবে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের কাউন্সিলর পাভেল ডেভয়চেনকভ ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মোঃ জিয়াউল হাসান উপস্থিত ছিলেন। উক্ত সেমিনারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।