নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে চলে আসে গোপালগঞ্জের এক কিশোরী। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে স্থানীয়রা তাদের থানায় সোপর্দ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রিতু আক্তার (২০) নামের এক তরুণীর ডাকে সাড়া দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার লখন্ডা গ্রামের বাসিন্দা ১০ম শ্রেণির শিক্ষার্থী আরোহী মৃধা (১৬) চলতি মাসের ৬ এপ্রিল বাড়ি থেকে বের হয়ে আসে। প্রথমে তারা নরসিংদীতে এক বান্ধবীর বাসায় অবস্থান করে এবং পরে ১৭ এপ্রিল ঢাকায় গিয়ে নিজেদের মধ্যে ‘বিয়ের’ দাবি করে।
আরোহী জানায়, মা তার আচরণ অস্বাভাবিক মনে করে বাসায় তালাবদ্ধ করে রেখেছিল। সুযোগ পেয়ে সে বাসা ছেড়ে রিতুর কাছে চলে আসে। সে আরও জানায়, রিতুর নামে নিজের হাতে ট্যাটুও করেছে এবং রিতুর সঙ্গেই জীবন কাটাতে চায়।
রিতু আক্তার বলেন, “আমি আরোহীকে ভালোবাসি এবং ওকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি। ওকে আমি আর কারো কাছে যেতে দেব না।”
স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে সারারাত আলোচনা করেও সমাধান না হওয়ায়, দুজনকে থানায় সোপর্দ করা হয়। এ সময় তাদের বিরুদ্ধে সমকামিতার অভিযোগও তোলা হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম জানান, আরোহী নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তাকে উদ্ধার করা হয়েছে। টিকটকে পরিচয়ের সূত্র ধরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। তারা নিজেদের মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার দাবি করলেও এর কোনো বৈধ প্রমাণপত্র দেখাতে পারেনি। আরোহী নাবালিকা হওয়ায় তাকে তার পরিবারের জিম্মায় দেওয়ার প্রক্রিয়া চলছে।