আর্কাইভ  রবিবার ● ২৭ এপ্রিল ২০২৫ ● ১৪ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৭ এপ্রিল ২০২৫

বন্ধুর স্ত্রীর স‌ঙ্গে পরকীয়া, পু‌লিশ সদস‌্য প্রত‌্যাহার

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, রাত ০৮:৪৪

Advertisement

প্রহলাদ মন্ডল সৈকত: কু‌ড়িগ্রা‌মের রৌমারী থানার এক পুলিশ সদস‌্যকে পরকীয়ার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রত্যাহারাদেশ দেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার। অ‌ভিয‌ুক্ত ওই পু‌লিশ সদস‌্যর প্রত্যাহার হওয়া মোস্তাফিজুর রহমান।

জানা যায়, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাওপুর গ্রামের তারা মিয়া না‌মে এক যুবকের সঙ্গে ৮ বছর আগে রৌমারী উপজেলার মধ্য ইছাকুড়ি গ্রামের এক মেয়ের বিয়ে হয়। বি‌য়ের পর থে‌কে ওই ব‌্যক্তি রৌমারী‌তে ভাড়া বাসায় বসবাস ক‌রে আস‌ছেন। তাদের ঘরে একজন ছেলে সন্তান আছে। তি‌নি রৌমারী এলসি পোর্টে পাথর ভাঙার কাজ করতেন। পাশাপাশি তিনি বড়শি দিয়ে নদীতে মাছ ধরতেন। মাছ ধরার সুবাদে রৌমারী থানার কনস্টেবল মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে তার পরিচয় হয়। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠায় মোস্তাফিজকে ওই যুবক তার ভাড়া বাড়িতে নিয়ে যান। কনস্টেবল মোস্তাফিজ সুযোগ বুঝে তারা মিয়ার স্ত্রীর মোবাইল নম্বর নেন। পরবর্তীতে দুজনের মধ্যে কথাবার্তা চলতে চলতে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। বিষয়‌টি জানাজা‌নি হ‌লে ভুক্ত‌ভোগী স্বামী রৌমারী থানায় অ‌ভি‌যোগ ক‌রেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ওই পু‌লিশ সদস‌্য জ‌নৈক ব‌্যক্তির স্ত্রীর স‌ঙ্গে মোবাইল ফো‌নে কথা বলার মৌ‌খিক অ‌ভি‌যোগের ভি‌ত্তি‌তে তা‌কে প্রত‌্যাহার ক‌রে পু‌লিশ লাইন্সে সংযুক্ত করা করা হ‌য়ে‌ছে।

মন্তব্য করুন


Link copied