আর্কাইভ  রবিবার ● ২৭ এপ্রিল ২০২৫ ● ১৪ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৭ এপ্রিল ২০২৫

দিনাজপুরে সাবেক এমপির বাড়ি থেকে ২ হাজার পিস ইয়াবাসহ ১০ জন আটক

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, রাত ০৮:৪৭

Advertisement

শাহ্ আলম শাহী, দিনাজপুর: দিনাজপুরে এক সাবেক সংসদ সদস্যর বাড়ি থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১০ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

আটককৃতদের মধ্যে জাতীয় পার্টি'র সাবেক এমপি মোখলেছুর রহমানের ভাগিনা দিনাজপুর স্টেশন রোডস্থ বাহাদুর বাজার মোড়ের "মেডিসিন মার্ট" এর স্বত্বাধিকারী
আহম্মেদ তানভির হুদা  সুষম (৫৪) সহ ৬ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছে।  একটি রাজনৈতিক দলের কতিপয় নেতার সহযোগিতায় ওই বাড়িতে দীর্ঘদিন ধরে  মাদক বেচা-কেনা,সেবন ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ সংঘটিত হয়ে আসছিলো বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
 
শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১২টায় দিনাজপুর শহরের লিলির মোড়ের পশ্চিম প্রান্তে পাহাড়পুর এলাকায় সাবেক সংসদ সদস্য মোখলেসুর রহমানের বাড়ি থেকে এই বিপুল পরিমান  ( দুই হাজার পিস) মাদক ইয়াবা ট্যাবলেটসহ ওই ১০ জনকে কোতয়ালী থানা পুলিশ আটক করে।
 
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় ওই বাড়িতে।  ঘটনাস্থল থেকে এই বিপুল পরিমান মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দসহ ১০ জনকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলার বাদি হয়েছেন,পুলিশের উপ-পরিদর্শক এস আই মসজেদুল ইসলাম। আসামিদের আদালতের মাধ্যে জেল-হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।'
 
পুলিশ জানায়,আটককৃতরা হলেন, দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকার মৃত নরুল হুদা ছেলে আহম্মেদ তানভির হুদা সুষম (৫৪), ঈদগাহ্ আবাসিক এলাকার মৃত শামসুর রহমানের ছেলে গোলাম মোহাম্মাদ মমতাজুর রহমান রাজ (৩২), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বোধ পালিগা গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মো: পারভেজ আলম রাজু (২১), দিনাজপুরের কাহারোল উপজেলার গড়নরপুর গ্রামের পুনেন্দ্র রায়ের ছেলে বিষ্ণু রায় (২৬), দিনাজপুর সদর উপজেলার পুলহাট মাঝিপাড়া এলাকার ফজলুর রহমানের ছেলে শামিম হোসেন(৪৫), কাহারোল উপজেলার পূর্ব সাদীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল ইসলাম (৩৫), সদর উপজেলার মাধবপুর মেডিকেল মোড় এলাকার গোলাম মোঃ মমতাজুল রহমান রাজের স্ত্রী জবা চৌধুরী সারা (১৮), লালমনিরহাটের মিশন মোড় এলাকার রিয়াজুল ইসলামের মেয়ে মোছা,রিমি বেগম (২৩),একই এলাকার মৃত তৈয়ব আলীর মেয়ে মোছা: মনি আক্তার (১৮) ও  লালমনিরহাট জেলার  থানাপারা রেলওয়ে কলোনির মৃত কুকির মেয়ে মোছা,নিলিমা ইসলাম (১৯)।
 
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মতিউর রহমান আরো জানান, আটককৃতদের কাছ থেকে প্রায় ২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও দুইটা মোটরসাইকেল, ছয়টা স্মার্ট ফোন এবং দুইটা বাটন ফোনসহ সাথে নগদ ১ লাখ ১২ হাজার টাকা পাওয়া গেছে। 
বাড়িটি আটক আহম্মেদ তানভির হুদা সুষমের পিতা  মৃত নুরুল হুদার বলে দাবি করা হলেও বাড়ির প্রধান ফটকে জাতীয় পার্টি'র সাবেক সংসদ সদস্য এডভোকেট মোখলেছুর রহমানের নেমপ্লেট লাগানো রয়েছে।
 
পুলিশের একটি সূত্র জানিয়েছে,এ বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক বেচা-কেনা,সেবন,অপরাধীদের আখড়া ও দেহ ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কার্যক্রম সংঘটিত হয়ে আসছিলো। আওয়ামীলীগ সরকারের শাসনামলে আওয়ামীলীগের কতিপয় নেতার ছত্রছায়ায় এসব অপরাধ কার্যক্রম চললেও পট পরিবর্তনে সাথে সাথে একটি রাজনৈতিক দলের কতিপয় নেতার নেতৃত্বে চলে আসে এই অপরাধ জগতের সম্রাজ্য। অন্ত:জেলার মাদক ব্যবসায়ি, সেবনকারি ও অপরাধীদের স্বর্গরাজ্যে পরিনত হয় বাড়িটি।

মন্তব্য করুন


Link copied