মমিনুল ইসলাম রিপন রংপুর।। রংপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২০২৫-এর আওতায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট ও ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৭শে এপ্রিল) সকালে রংপুর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্ট ও ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মাসুদ রানা। রংপুর জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলাপ্রশাসক বলেন, ক্রীড়া মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক দৃঢ়তা গড়ে তোলার অন্যতম মাধ্যম। খেলাধুলার মাধ্যমে আত্মবিশ্বাসী, দলগত কাজের মানসিকতা এবং নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। এজন্য শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা চর্চা করা প্রয়োজন। ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট প্রসঙ্গে তিনি বলেন, এই টুর্নামেন্টে খেলোয়াড়দের প্রতিভা, পরিশ্রম ও মেধার সঠিক মূল্যায়ন করা হবে। যা দক্ষ খেলোয়ার গড়ে তোলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, মেসি-রোনালদোর মতো মহা তারকারা কঠোর অধ্যবসায়ের মাধ্যমে বিশ্বজয় করেছেন, তোমরাও পারবে। তিনি স্বপ্নকে বড়ো করে দেখতে ও সাহসের সাথে লড়াইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি ও ন্যাশনাল লীগ কমিটির সদস্য ফুটবল কোচ শামীম খান মিসকিন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আবু তাহের, সরকারি কর্মকর্তা, শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই টুর্নামেন্টে রংপুর জেলার বিভিন্ন উপজেলার অনুর্ধ্ব-১৫ বছর বয়সি বালক অংশগ্রহণ করেছে।