আর্কাইভ  মঙ্গলবার ● ২৯ এপ্রিল ২০২৫ ● ১৬ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৯ এপ্রিল ২০২৫

জাতীয় আইনগত সহায়তা দিবস-নীলফামারীতে ৪১২৮ অসহায় দরিদ্র পরিবারকে সহায়তা পাচ্ছে

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, বিকাল ০৬:৩৩

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সোমবার (২৮ এপ্রিল) সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা আদালত চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এরপর পুনরায় ফিরে এসে আদালত চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. আবুল মনসুর মিঞা। 
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক  (জেলা জজ) এবিএম গোলাম রসুল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহসীন, জিপি এ্যাড. আবু মোহাম্মদ সোয়েম, জেলা আইনজীবি সমিতির সভাপতি আল ফারুক আব্দুল লতিফ, সাধারন সম্পাদক আল মাসুদ চৌধুরী। 
আলোচনা সভায় জানানো হয়, চার হাজার ১২৮ জন দরিদ্র পরিবারের মামলা পরিচালনা করছেন। এরমধ্যে ১৩০৩ টি মামলার নি¯পত্তি হয়েছে। বর্তমানে বিচারাধীন রয়েছে দুই হাজার ৮২৫টি মামলা।  মামলার মধ্যে ফৌজদারি ২৬২৮টি, দেওয়ানী ৬০০টি, পারিবারিক ৮৯৯টি এবং অন্যান্য মামলা রয়েছে ১টি। আইনি সহায়তা গ্রহণকারীদের মধ্যে ২৩৪৬ জন নারী এবং ১৭৮২ জন পুরুষ রয়েছেন। অন্যদিকে নি®পত্তি হওয়া মামলার মধ্যে ফৌজদারি ৮১৮টি, দেওয়ানী ১৬৯টি এবং পারিবারিক ৩১৬ টি রয়েছে। বিচারাধীন মামলার মধ্যে রয়েছে ফৌজদারি ১ হাজার ৮১০টি, দেওয়ানী ৪৩১টি, পারিবারিক ৫৮৩টি এবং অন্যান্য ১টি রয়েছে। 

মন্তব্য করুন


Link copied