নিউজ ডেস্ক: রংপুরে কলাবোঝাই ট্রাকের ধাক্কায় লাইবুর রহমান (১৫) নামের এক দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছেন।
সোমবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিঠাপুকুর উপজেলার কেশবপুর নেজামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের হরেকৃষ্ণপুর মধ্যপাড়া গ্রামের রায়হান মিয়ার ছেলে মো. লাইবুর রহমান।
মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম রফিক জানান, শিক্ষার্থী লাইবুর রহমান মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া বাজারে যাচ্ছিলো। পথে একটি দ্রুতগামী কলাবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।