আর্কাইভ  বুধবার ● ৩০ এপ্রিল ২০২৫ ● ১৭ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ৩০ এপ্রিল ২০২৫

গাজীপুরে ইমাম হত্যার প্রতিবাদে সৈয়দপুরে আলেম সমাজের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, রাত ১২:০০

গাজীপুরের ইমাম আল্লামা রইস উদ্দিনকে মিথ্যে অভিযোগ এনে মব তৈরী করে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা ও ঘটনার নায়কদের বিচারের দাবিতে মঙ্গলবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর প্রেসক্লাবের সামনে সৈয়দপুরে সর্বস্তরের সুন্নি জনতার ব্যানারে ঘন্টাব্যাপি বিক্ষোভ মানববন্ধন ও সমাবেশ করা হয়। 

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ গাজীপুরের পূবাইলের হায়দরাবাদ এলাকার আখলাছ জামে মসজিদের ইমাম ও খতিব গাজীপুরে বিশিষ্ট আলেম ও মসজিদের ইমাম আল্লামা রইস উদ্দিনকে মিথ্যে অভিযোগ এনে মব তৈরী করে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা ও ঘটনার নায়কদের বিচারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে শহরের প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচীতে এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম, পীর মাশায়েকসহ সুন্নী ও সাধারণ মুসলিমরা অংশগ্রহণ করেন। সৈয়দপুরে সর্বস্তরের সুন্নি জনতার ব্যানারে ঘন্টাব্যাপি চলে ওই শান্তিপূর্ণ কর্মসুচি।
এসময় বক্তরা অভিযোগ করে বলেন, ঢাকায় অনুষ্ঠিত প্যালেস্টাইনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদ সমাবেশ থেকে ফেরার পথে একটি চক্র মিথ্যে গুজব ছড়িয়ে মব তৈরী করে হামলায় মারাত্মক আহত আলেম আল্লামা রইস উদ্দিনকে চিকিৎসার ব্যবস্থা না করে হাতকড়া পরিয়ে থানায় আটক করে রেখে অমানসিক ও অমানবিক পুলিশ তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। আহত আলেম রইস উদ্দিন মৃত্যুর পূর্বে পুলিশের গাড়িতে পানি চাইলেও তাকে পানি দেওয়া হয়নি। আল্লামা রইস উদ্দিনকে হত্যার সঙ্গে জড়িত সকল খুনি ও অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনার জোর দাবি জানান বক্তারা। এছাড়া গণতন্ত্র ও মানবাধিকার রায় দেশের সকল মানবিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। বক্তরা আরো বলেন, মতের অমিল থাকায় একজন ইমামকে এ-রূপ পাষবিক নির্যাতনে মেরে ফেলা মেনে নেওয়া যায় না। নতুনভাবে স্বাধীন দেশে এখনো বৈষম্য রয়েই গেছে। আর এই বৈষম্য করছে প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোষররা। অবিলম্বে এ হত্যাকান্ডের বিচার না হলে সুন্নি সমাজ আবারও ৫ আগস্টের মতো রাজপথে নামবে বৈষম্য দুর করতে। এ জন্য আগামী শুক্রবার জুম্মা নামাজ শেণে বিাভে সমাবেশসহ লাগাতার কর্মসূচী দেওয়া হবে বলে জানান বক্তারা।
পীরজাদা মাওলানা মঈনুল ইসলাম আল কাদেরী এতে সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা শাহজাদা আশরাফী, মাওলানা আব্দুল জব্বার রিজভী, মাওলানা সৈয়দ রাহাতুল আশেকিন, মাওলানা মোরশেদুল ইসলাম নূরী রেজভী, মাওলানা মমিনুল ইসলাম রেজভী, মাওলানা হাফেজ রেজওয়ান কাদেরী, মুফতি হামিদ জামাল আশরাফী, সৈয়দ মমতাজ রাসুল কাদেরী, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সৈয়দ আব্দুল্লাহ পাপ্পু বাখশি সহ প্রমুখ। 

মন্তব্য করুন


Link copied